Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Adho Raate Jodi Ghum Bhenge Jay - Lyrics | আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

Adho Raate Jodi Ghum Bhenge Jay - Lyrics | আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায় - গানের লিরিক্স





শিরোনামঃ আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
Album: Adho Raate Jadi Ghoom
গীতিকার :অনিল ভট্টাচার্য
সুরকার :নির্মল ভট্টাচার্য
মূল শিল্পী : তালাত মাহমুদ
শিল্পী :শম্পা কুন্ডু
নজরুল গীতি



Adho Raate Jodi Ghum Bhenge Jay - Lyrics | আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়


আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায় - লিরিক্স:

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে প্রিয় ও ও ও
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিও
আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
মনে পড়ে মোরে প্রিয় ও ও ও
চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও

সেথা জোছনার আলোর ও কণিকা
যেন সে তোমার প্রেমে ও মনিকা
কিতা জোছনার আলোর ও কণিকা
যেন সে তোমার প্রেমের ও মনিকা

কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
আঁখি ভরে নিও প্রিয় ও ও ও ও
আজ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও

ভুলি নাই প্রিয় ভুলি নাই
খুলি নাই রাঙা রাখি
মুছি প্রেমেও চন্দন ও লেখা
দিয়েছো যা লালাটে আখি
ভুলি নাই প্রিয় ভুলি নাই

চৈত্র দিনের অলস বেলায়
যদি গান খানি ই ই মনে পড়ে হায়
চৈত্র দিনের অলস বেলায়
যদি গান খানি ই ই মনে পড়ে হায়

ঝরানো পাতার মর মর গানে
ছড়ানো পাতার মর মর গানে
সেই সুরভিতে শুনিও
চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও

আধোরাতে যদি ঘুম ভেগে যায়
মনে পরে মোরে প্রিয় ও ও ও
চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও

Thanks

Post a Comment

0 Comments